কত এল কত গেল হৃদয়ে কে রইল ?
-না -কেউ না-শুধু মিথ্যে প্রতিশ্রুতি ছিল ।
কয়লার খনিতে খুঁজে পেয়েছিলে তুমি হীরে
আজ তাকেই তুমি অবহেলায় দিলে ফিরে ।
আঘাতে আঘাত করলে তাকে পাও তার প্রতিফল
তবু বুঝেও না বুঝে বারবার দিয়েছ শুধুই চোখের জল ।
একা দাঁড়িয়ে ভাবছে সে কি ছিলে তুমি আর আজ কি হল-
তবে কি মিছে ছিল সেই সব দিনগুলো,
একসাথে পায়ে হাঁটা...যেন কত হাজার মিছিল
আর আজ মুখে বালিশ চেপে খুন হল আবেগ-কত স্বপ্নীল।
বেঁচে থাকার দাবিতে আরও একবার কম্পিত হল হৃদয়
উচ্ছাসিত কিছু স্মৃতি নিঃশব্দে দাগ রেখে নিল বিদায়।
আচ্ছাদনে মুড়ে কুঁকড়ে উঠল যেন জীবন্ত লাশ-
তোমায় ভুলতে না পারাটাই ছিল তার সর্বনাশ।
জান রাত বাড়লেই কেটে যাবে ঠিকই প্রবল  বর্ষণের রেশ
তুমিও জান সেও জানে -আসলে সবটুকু হয়েগেছে অভ‍্যেস।
আজ হারাতে হারাতে সে ক্লান্ত ভীষণ- লক্ষ্য তবু জেত
তুমি, তোমরা সবাই নিজেই নিজের গল্পে তুখোড় অভিনেতা।
সে এক গল্প ছিল অন্ধকারের আলোয় মোরা পদ‍্য নয়
তার নামের পৃষ্ঠা উধাও তোমার অবহেলার পরিকল্পনায় ।