দূরের কোনো আমিকে নয় - আমার আমিত্বকে করে ভয়।
সরল সাদা কালো তোমাকে নয় - রূপের চাঁদে মোড়া তোমাতেই করে ভয়।।


কালবৈশাখী মেঘ বাদলের মেদুর মৈথুন এক বৃষ্টি জন্মায়, - -
ঝড় তোমাকে নয়-এক শ্রাবণে সদ্যোজাত বৃষ্টি তোমাকেই করে ভয়।


একলা দুপুরে একলা রাতে এক তোমাকে নয় - মাঝে মাঝে আমাতেই করে ভয়।


এক পশলা মেঘের গর্জন নয়- - না বৃষ্টিকে নয় - -
এক প্লেটনিক প্রেমের সমুদ্র - জোয়ার ভাটা নয় - আমাতেই করে ভয়।
যেখানে সব বৃষ্টিরা জন্মায়।।