রোদ ঝলমলে একলা দুপুরে মন চায় না ব্যঞ্জনবর্ণে
ভালবাসায় মোড়া এক পাহাড় ঘুমে আজও তোমার দর্পণে।
স্বরবর্ণের চৌকাঠ পেরিয়ে ছু-কিত-কিত আর কানামাছির মধুক্ষনে
কুড়ে খুড়ে বের করে আনল অতীত, ছেলেবেলাটা পড়ল মনে।
হ্যারিকেনের টিম টিম আলোয় মাদুরে বসে বর্ণপরিচয়ের অবাধ্য দোলন,
নিষ্পাপ কলমের ডায়েরি ক্ষত এক আলোকবর্ষ পেরিয়ে দুরবিনে চোখ রাখবে কোলন।
আজ আবারও স্মৃতিপটে উঠিল ভেসে অলিখিত ইতিহাস
সময়ের স্রোতে ভাবনার ভ্রুকুটি চিলেকোঠায় মাদুর তাস।
ভিজে চলেছে চিরন্তন,তবুও তুমি পাও নি খোঁজ ইট-কাঠ কংক্রিটের যৌবন
দৃষ্টি স্বচ্ছ হলেই চোখ রাখ শাড়ির ভাঁজে,না জানি কিসের নেশায় ছুঁয়ে যায় তোমার কৌপন।
হিমেল হাওয়ায় অত্যাধুনিক তার জেনেটিক আলিঙ্গনে -
শিক্ষার ভ্রুণ মেখে নিচ্ছে পারমাণবিক অন্ধকারাচ্ছন্নে।।