কখনো কখনো ইচ্ছে করেই হারিয়ে যেতে চাই,
দেখিই না কে কেমন ক'রে খুঁজে ফেরে আমায়।
হারিয়ে যেতে চাই আমি রূপকথার ঐ শুয়োরানী দুয়োরানীর ঘরে,
রাক্ষসরা রাখবে আমায় মায়ায় বন্দি করে।
-তারপর.....?
-তারপর কি আর ......
ভাঙাবে ঘুম রাজপুত্তুর সোনার কাঠি রূপোর কাঠির জোরে,
পক্ষীরাজের ঘোড়ায় চেপে যাব তেপান্তরে।


- হুম....রাজকন্যে তোরই জন্যে আসবে রাজার কুমার,
তোকে নিয়ে যাবে সাত সমুদ্র তেরো নদীর পার।
রূপকথার ঐ চাঁদের বুড়ি তোদের গল্প শোনাবে,
নীল পরী আর লাল পরীর কল্পনায় ভেসে যাবে।
তারারা এসে তোর কপালে টিপ এঁকে দেবে নরম আদর,
চাঁদের বুড়ি চড়কি কেটে বানাবে চাদর।।