যখন নৌকা আমার অটুট ছিল-
তখন তীরের চিন্তা আমি কোনো দিন করি নি,
কেন না- যখন খুশি তীরে পৌঁছে যেতে পারতাম।
-কিন্তু আজ সময় বদলেছে,বদলেছিস তুই-
তাই আজ ভেঙে গেল নৌকার দাঁড় -
তীরে এসে ডুবে গেল তরী-
এখন আর তাই তীরের চিন্তা করি না----
কারণ হাজার চেষ্টা করলেও হয় তো আর
পারব না কখনও পৌঁছতে তীরে---।

আজ বলছি আমি তোকে-----
-তুই তোর মত করে ভালবাসিস অন্য কাউকে,
মুক্তি দিলাম আমি আমার থেকে।
স্বপ্ন গুলো নিয়ে যাস অন্য আকাশে-
উড়ে দেখিস সুখটা কাকে বলে !
ক্লান্ত হলে ফিরে আসিস -
তোর চেনা ভাঙা ঘরে।
কখনো যদি চোখের পাতা ভিজে যায় জলে
তখন বুঝবি পাঁজর ভাঙার কষ্ট কাকে বলে।।