দিন যায় রাত আসে
ডানা মেলে খোলা মাঠ
কখনো বা অন্ধকারে পাশাপাশি হাঁটে
উদার আকাশ।
আমি তার একপাশে
আড়চোখে চুপিচুপি দেখি
জীবনের ফলিত গৌরব
লাভক্ষতি কড়ায় গন্ডায়।


দিন যায় রাত আসে
পাখি উড়ে নদী গান গায়
চাঁদ হাসে বৃষ্টি পড়ে অরণ্য পাহাড়ে।
ঘুম ভাঙা আমার দুচোখে
বারবার কাটাকুটি হিসাবের খাতা
পড়ে থাকে সুখী গৃহকোণে।


দিন যায় রাত আসে
ঝিল্লিরবে সন্ধ্যা নামে
ঢেউ ওঠে সমুদ্রের তীরে
ভেসে যায় বিষন্নতা
আংশিক সুখের আবেশে
প্রজাপতি ডানা মেলে
আমি দেখি স্নিগ্ধ হাসির মতো
গৃহিণীর অপার মমতা।


দিন যায় রাত আসে
হু হু করে হাওয়া বয়
ফুল ফোটে সূর্যের কিরণে।
নিষেধের বেড়াজালে
আমি থাকি কৌলিন্য বাঁচিয়ে।
দিন কাটে রাত চলে যায়
তবু দেখি অগাধ বিস্ময়
স্তুপীকৃত আমার শিয়রে।