কবিতা তোমার অনেক সাথী
তোমায় নিয়ে স্বপ্ন দেখে
স্বপ্ন আমার স্বপ্ন তোমার
ভারতবর্ষ আবার আবার
কলতলাতে জলকে গিয়ে
ভেঙে পড়লো দাঁত কপাটি
ওই ওধারে বৃষ্টি নামে
তোমার মাথায় লেডিস ছাতা
ধোনির হাতে ছক্কা চাঁটা
গরম গরম ভোটের হাওয়া
জাপান দেখে চীনেও দেখে
তোমার জন্য রাতের তারা
দিনের বেলা সূর্য ওঠে
কবিতা তোমার অনেক সাথী
তোমায় নিয়ে স্বপ্ন দেখে।


বেগুন ভাজা পটল ভাজা
মুড়ি ঘন্ট আলু ভাতে
সবকিছুতেই ফেরেববাজি
আমার তুমি আমার তুমি
ব্যস্ত শহর ব্যস্ত নগর
আকাশ বাতাস ছড়াছড়ি
মানুষ তুমি মানুষ আমি
আঁধার রাতে তোমার সাথী
ছলছলিয়ে নদীর জলে
নৌকা আসে ঝনঝনিয়ে
কবিতা তোমার অনেক সাথী
তোমায় নিয়ে স্বপ্ন দেখে।


বিজলি বাতি ফ্যানের হাওয়া
ক্যালেন্ডারেও তোমার ছায়া
ঘুম ভেঙে যায় হনহনিয়ে
তোমার চুড়ির আওয়াজ শুনে
মানুষ মরে মানুষ বাঁচে
তোমারও যায় আমার আসে
বাঁশবাগানের চাঁদের ফাঁকে
চামচিকাটি চিমটি কাটে
কবিতা তোমার অনেক সাথী
তোমায় নিয়ে স্বপ্ন দেখে।