চলো যাই নদী তীরে শীতের বিকেলে
সূর্যি টা ডুবু ডুবু রোদ গেছে চলে।
শীতল সমীর বয় জলে ওঠে ঢেউ
ডিঙি নৌকার পরে জাল ফেলে কেউ।
সারি সারি ফেরে বক আপন বাসায়
পানকৌড়ি দেয় ডুব মাছের আসায়।
সোনালী ফসলে বোঝাই গোরুর গাড়িতে
চাষীরাও বাড়ি ফেরে শান্ত গতিতে।
কাঁকড়ারা খেলা করে বালির উপরে
ইতস্তত ঘুরে ফিরে ফড়িংয়েরা দূরে।
কাদা জলে খেলা করে ছোট ছোট মাছ
সারি সারি তাই যেন দেখে তালগাছ।
টুপ করে ওঠে চাঁদ নদীর ওপারে
জোছনার ফুল ফোটে বালুকার চলে।
নিঝুম নদীর তীর ঠান্ডা বাতাসে
চা চাই গরম চা ডাক ভেসে আসে।