এসো ইয়াস
তোমাকে স্বাগত
তোমার তান্ডব নৃত্য অতি ভয়ঙ্কর
প্রবল বৃষ্টির সাথে ঝড়ের তাথৈ
ঘরবাড়ি ছারখার ভাঙে গাছ বিদ্যুতের খুঁটি
জলমগ্ন দশদিক দিশেহারা গোছানো জীবন
নাজেহাল প্রাণীকূল।
তোমার শক্তির কাছে নতজানু
প্রনিপাত তোমার চরণে।


শুধু কি ধ্বংসের বানী তোমার আহ্বানে
শ্যামলিমা ধরনীর সৃষ্টির উল্লাসে
তোমার অশেষ দান আদি কাল হতে।
তোমার তরঙ্গ লীলা শব্দের ঝংকার
নানা ছন্দে মুখরিত অপার বিস্ময়
প্রত্যক্ষ করার লোভে উপেক্ষিত যেন
তোমার ভ্রুকুটি।