অফিসের বস
কফিতে চুমুক দিতে দিতে বললেন
তোমার নিশ্চয় পেট গরম হয়
তাই ওসব উল্টো পাল্টা স্বপ্ন দেখো
প্রাণায়াম করো
আর এক কাজ করো
রাতে শুতে যাওয়ার আগে
পতঞ্জলির ত্রিফলা চূর্ণ সেবন করো
পারলে সিগারেটটা ছেড়ে দাও।


অসচ্ছল বন্ধুরা
হাসতে হাসতে বলে
তোর কি চিন্তা বল
দশটা-চারটা হাজিরা দিলেই
মাসে মাসে--------
থাকতো যদি আমাদের মতো পেটের চিন্তা
দে সিগারেট দে।


শুভাকাঙ্খীরা
চিন্তিত মুখে বলে
বইটই পড়ো-গান শোনো
উত্তম-সুচিত্রার ভালো ভালো
সিনেমা আছে----
মোট কথা মেজাজটা ভালো রাখতে হবে বুঝলে
তুমি তো লিখতে-টিখতে পারো
স্থানীয় পত্রিকা গুলোতে
কবিতা টবিতা লেখো
ওইসব স্বপ্ন-টপ্নের কথা
মন থেকে ঝেড়ে ফেলো।
ভালো কথা--
বৌমাকে নিয়ে মাঝে সাজে
আমাদের বাড়িতে চলে এসো।


আমি সবকিছু
অক্ষরে অক্ষরে পালন করে চলেছি
তবু প্রতি রাতে
আমি তিন তলার ছাদ থেকে
ঝাঁপ দিই--
আমার মাথাটা থেঁতলে যায়
কানের পাশ দিয়ে গলগল করে
খয়েরি রক্ত গড়িয়ে যায়-
আর তখনই শুকনো গলায়
আমার ঘুম ভেঙে যায়।
আমি ঢকঢক করে দু গ্লাস জল খাই।