একদিন উদ্ভিদ ছিল,
ছিল প্রাণবন্ত প্রাণী সকল
এ পৃথিবীর ক্রোড় জুড়ে শুধু
প্রকৃতি নামে


হ্যাঁ, উদ্ভিদেরও প্রাণ আছে
আছে প্রাণ এ সূর্যালোক, আগুন, মাটি, জল আর বাতাসের
তাই সবকিছু অস্তিত্বশীল


যা অস্তিত্বশীল আকারে-নিরাকারে, কঠিন বা বায়বীয় পদার্থে
তা-ই নির্ভরযোগ্য
জীব, জীবের মধ্যদিয়ে ক্রমবর্ধমান এ নির্ভরযোগ্যতায়
ভিন্নতায় বৈচিত্র, নয় কেউ অযোগ্য  


উদ্ভিদ, প্রাণী আর অন্য সবকিছুর মধ্যমণি- মানুষ
এ সবকিছুই প্রকৃতি, প্রকৃতির অংশ মানুষেরই আছে হুঁশ  


এ মানুষ সার্বকালিক রাজসিক প্রাণ বিদ্যা-বুদ্ধিতে,
আর মহাপ্রাক্রমশালী সর্বশক্তিমান বুদ্ধির সুযোগ্য প্রয়োগে


জীব থেকে শুধু মানব চেতনাই ধীরে ধীরে জন্ম দেয় স্রষ্টা জ্ঞান
তাই এ মানুষ আপন ভুলে আজো খুলে আছে দ্বান্দ্বিক জীবনাভিধান  


-২৫.০২.২০২১ চট্টগ্রাম