কবিতার নাকি ভাষা আছে, আছে অলংকার
ভুবন আছে, আছে নিজস্ব বাহন আর গতি
আছে অকণ্টক অংশুময়ী পথ আর অগ্রজ প্রদর্শক
এর কিছুই না জেনে আমি কবিতার কাছে এসেছি

আমি অকবি, কবিতার জগতের জন্য নেই আমার ছাড়পত্র
শত চেষ্টায়ও আমি কবিতার সাথে কথা বলতে পারিনি
কবিতার রাজদূতের কাছে কিছুই লিখতে পারিনি  
কারণ কবিতার ভাষা জানিনা


আমি ছুটে এসেছি আমার প্ৰকৃতির নিরাপদ গর্ভে
আমি অঙ্কুরিত পত্র পল্লবে পালক কলম দিয়ে আমায় এঁকেছি
আমি কল্পনাবিলাসীর বেদি ছেড়ে এসেছি কবিতার অক্ষরে
কবিতার ভাষা শিখব বলে এসেছি অনুকরণে


মিছে মজদুর আমি কবিতার
মজুরিহীন কবিতার অলংকারে প্রতিবিম্বিত হতে দেখেছি-
রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি, অর্থনীতি, পৌরনীতি
প্রেমনীতি, প্রকৃতি, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, ছায়াপথ
সৌরবর্ষ, আলোকবর্ষ, চন্দ্রবর্ষ, আধ্যাত্মিকতা, অতীন্দ্রিয়বাদিতা
জীবন, যৌবন, সুখ-দুঃখ, স্বর্গ-নরক  আরো কতকিছু


অর্থহীন আমি কলুর বলদের মতো সবই করি কবিতাকে শিখব বলে
কিন্তু কবিতাকে শিখতে পারিনা অন্তঃপুরের কিছুই জানিনা  এ ছলে


আসক্তির আস্তীর্ন প্রাঙ্গনে কবিতার অক্ষরজ্ঞানহীন আমাকে
হিমক্লিষ্ট হাঘর হতে হয় তবু কবিতা ধরা দেয়না আমায়
ভালোবেসে আমার মাঝে কবিতা কোমল স্পর্শ দেয়না  
জাগ্রত সময়ের শ্রেষ্ঠ মুহূর্তেও কবিতার দর্শন হয়না আমার
স্বপ্নের গহীন নৈসর্গিক নৈবদ্যে কবিতার নিপূণ অভিধান নিতে পারিনি  
কবিতার ভুবনের দশদিকে ধরাশয্যা আমি
তাই কবিতার সাথে কখনো কথা বলতে পারিনি
ঘোর অমাবস্যার অন্ধকারের বৃষ্টিতে ভিজেছি আমি
হিরণ্ময়ী ফুলের কাছে গিয়েছি, মমতাময়ী প্রকৃতির কাছে গিয়েছি
মহাকাব্যের আবৃত্তি শুনেছি, মহাগ্রন্থগুলোর পবিত্র বাণীগুলো ধ্যানী হয়ে আত্মস্থ করেছি
দ্রৌপদী সংগীতে নেশা করেছি, প্রেমিকার সাথে প্রেমে আসক্তি থেকে অভিমানী হয়ে পৃথকও হয়েছি
তবুও কবিতার ভুবনে ঢুকার ছাড়পত্র আমার হয়ে উঠেনি
এ বলে যে - কবিতার কিছুই জানিনা আমি



-নভেম্বর  ২৭, ২০১৮ চট্টগ্রাম