আমাকে তাঁরা বলেন সত্য শিখতে
আমাকে তাঁরা বলেন মিথ্যা থেকে দূরে থাকতে
আমাকে তাঁরা শিখিয়ে দেন-
এ শব্দ উচ্চারণে পুণ্য, ওই শব্দ উচ্চারণে পাপ
এ ভাষায় প্রভু কথা বলেন
এ ভাষা পরিবর্তনে প্রভু শাস্তি দেবেন


আমি ক্ষমা প্রার্থী
বিশ্ব ব্রহ্মান্ডের প্রভুর কাছে
যদি তিনি ক্ষমা করেন


আমি মূর্খ, আমি অজ্ঞ
সে সত্যে যা আমায় শেখানো হয়
সে মিথ্যায় যা থেকে আমায় দূরে রাখা হয়
আমি জানি না প্রভুর সৃষ্ট রাজ্যে পাপ বা পুণ্য কি


রহস্যভরা এ জগতের আমি জানি না অনেক কিছুই
তাই বলে কি না জানা বিষয়টি মিথ্যে হবে,
আমি অন্যদের মত অনেক কিছুই বিশ্বাস করিনা
আমার বিশ্বাস না করা বিষয়টি
যাঁরা করছেন তাঁদের জন্য সত্য নয় কি!


আমার মুখস্থ করা শব্দে যদি কেউ প্রার্থনা না করে,
আমার বিশ্বাস করা ভাষায় যদি কেউ সংযম না করে,
আমার একান্ত অনুকরণীয় বাক্যে যদি কেউ আত্ম সমর্পণ না করে
প্রভু নিরঞ্জনে
তাতেই কি ঐ অন্যরা পাপী আর আমি পুণ্যবান?


আমি এসবের কিছুই জানিনা
আমি মূর্খ, আমি অজ্ঞ


০৯.০৩.২০২০ চট্টগ্রাম