প্রিয়তমা সূর্য তোমার কপালে এসে বসে আছে
হাসছে তোমার হাসির মায়াবী প্রেমে
সিঁথির যোগবন্ধনে পারি না চোখ ফেরাতে
শুভ্র তুষার যেন দোল খায় তোমার মুখ বিবরে
আকুল কামনা স্নিগধ কোমল হাসির থুতনিতে
হারিয়েছি আমি আমার পলকের অন্তর স্পর্শ!


প্রিয়তমা দ্যাখো আমার বসন্তের নহর বয়ছে
তোমার ধীর লয়ে হাঁটার শব্দহীন পদচিহ্নে
ধীর তান শ্রুত হয় পাখির উষ্ণ কলরবে
মৃদু বাতাসের ব্যঞ্জনায় ফুলের সৌরভ আসে
আমি হাঁটি তোমার নিস্পন্দ মোহিনী রূপে
হারিয়েছি আমি জানা অজানা আমার বেদ স্তম্ভ!


প্রিয়তমা দ্যাখো তুমি থেমে গেছো এখানে
শোরগোলহীন দেহের দীর্ঘ সারির বাগানে
সবুজ ঘাসের চাদরে ঢাকা দুনিয়া যেন ডাকছে
যেখানের মাটি নিশ্চল রক্ত নেয় চুষে
আর হাড় থেকে মাংস ছড়িয়ে খায় গোগ্রাসে
হারিয়েছি আমি এখানে অস্তিত্ত্বহীন প্রেম দেহ!


-১৩/০৩/১৮