আমি জানিনা-
স্বাধীনতা কী? স্বাধীনতা কাকে বলে? স্বাধীন কে?
এ কি উপভোগের বস্তু নাকি অনুভবের বিষয়?
এ কি সোপার্জিত নাকি অন্যজন থেকে সাংবিধানিক বিধি?


তবে
স্বাধীনতা ছাড়া কে বাঁচতে চায়
এ চির স্বাধীন প্রাকৃতিক ধরায়  


আমি স্বাতন্ত্র্যের প্রভুত্ব দেখেছি
যখন আমি আমার মাঝেই সম্পূর্ণ বিরাজমান,
যখন আমি নিজের ভাবেই স্বয়ং পরাশক্তি,
যখন আমি নিজ চৈতন্যের গোঁড়া সত্যে হই স্বেচ্ছাচারী


আমি বলি যা আমি বলতে ইচ্ছে করি
আমি করি যা আমার মন কামনা করে
আমি লালন করি, সমর্থন দিই সে অবাধ কর্ম
যা আমার ষড়রিপুর সাইঁ আজ্ঞা করে
দেখেছি আমার স্বাতন্ত্র্যের প্রভুত্ব সেখানে

হে স্বাধীনতা, তোমাকে না জেনেই জন্ম নিয়েছি এ পৃথিবীতে
তাই, আমি ইচ্ছাধীন জায়গায় গড়ে তুলি আমার আবাসধাম,
গড়ে তুলি প্রার্থনাগৃহ, মহকুমা, বাজার বৃত্তি,  
তুমি তো তুমিই
তোমার মাঝে তুমিই স্বাধীন
ঠিক শব্দটির মতো- তবে নও অক্ষরেই পরাধীন!


হ্যাঁ; যদি জানতুম
তোমাকে পাওয়ার পর
হবো পরাধীন, কায়ক্লেশে দিনাতিপাত
মৃত্যুমিছিলে উদয় হবে প্রভাত
মূক, কালা, বধির, অন্ধই হবে জীবন নাথ
তাহলে, হে স্বাধীনতা, ফিরিয়ে দিতুম তোমায়
পরাধীনতা বরণে খুঁজতুম অভিন্ন জাত !


স্বাধীনতা, তুমি তুমিই
চির ভাস্মর জাতির অলঙ্কার
নয়, নয় কেউ তোমার
একক দাবিদার  


© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম