জন্ম পাপ থেকে নয় বরং উত্তম প্রেম থেকে
দুটো জৈবিক দেহের বিশ্বস্থ প্রেম থেকে
জলজ প্রাণীর মত পিচ্ছিল তরল থেকে
প্রশান্ত মহাসাগরের বিন্দু থেকে নয়
বরং তার চেয়েও গভীরের বিন্দু থেকে


এই সেই আমি রাজকীয় প্রেম থেকে
সেই আমি, আমার আত্মা
বাকশক্তি সম্পন্ন প্রাণী
উত্তম বিবেকধারী
ষষ্ট ইন্দ্রিয়ের উত্তম প্রাণী- মানুষ


তারা আমাকে হিন্দু বানায়, বৌদ্ধ বানায়
বানায় ইহুদী কিংবা খৃস্টান
মুসলিম কিংবা শিখ
আরো কত উপাধিতে বানায় তারা আমাকে
যদিও আমি জন্ম থেকে মানুষ
উত্তম আকার ধারী খোদার সৃষ্টি


আর আমি শিখি যা আমায় শেখানো হয়
গড়ে উঠি যে পথে আমায় তারা গড়ে তোলে
আমি পাপ পুন্য শিখি যেভাবে আমাকে শেখায়
ভালো মন্দ, হিংসা বিদ্বেষ, প্রেম
আমি সবই শিখি যেভাবে আমাকে তারা শেখায়
কারণ আমিই অনুসরণকারী মানুষ !


অজানা সময় থেকে
আমি সবই শিখি বিভাজিত নিয়মে,
বিশ্বস্থতা আর অবিশ্বস্থতার সুরে,
বিশ্বাস আর অবিশ্বাসের পঙ্তিতে,
যা আমাকে শেখানো হয় অগ্রগামীদের পাঠ থেকে
কারণ আমিই অনুসরণকারী মানুষ !


পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে
ভালো মন্দের জ্ঞান যা আমাকে শিখানো হয় তা শিখি
মুখাভিনয়ের পুতুলের মতো অনুকরণ করি
কারণ আমিই অনুসরণকারী মানুষ !


আমি শিখি পবিত্র বেদ থেকে, যাবুর থেকে
পবিত্র তাওরাত আর ত্রিপিটক থেকে
পবিত্র ইঞ্জিল আর কুরআন থেকে
পবিত্র গ্রন্থসাহিব থেকে
অনেক কিছুই শিখি পবিত্র ধর্ম গ্রন্থগুলো থেকে
কারণ আমি মানুষ, স্রষ্টায় বিশ্বাস করি
এ শিক্ষাগুলো শুধু আমার জন্য
পুরো সৃষ্টি জগতের প্রাণীদের মধ্যে-
এসব শিক্ষা শুধু আমাকেই দেয়া হয়
বিবেকী সৃষ্টি হওয়ার জন্য,
বিভেদহীন উত্তম ঐক্য প্রাণী হওয়ার জন্য


আমি যখন অন্য সৃষ্ট প্রাণীর দিকে তাকাই
দেখি সবাই জীবনের প্রয়োজনে নিজে নিজেই শিখে
তাদের জন্য পবিত্র ধর্ম গ্রন্থ প্রয়োজন হয়না
আমি কি তাদের চেয়ে নিকৃষ্ট সৃষ্টি এ পৃথিবীতে !


তবুও আমি শিখি আর শিখতে বাধ্য
যা আমায় শেখায়, যেভাবে শেখায়
সেসব বিভাজিত পবিত্র ধর্ম গ্রন্থগুলো থেকে
যেগুলো আমাদের পূর্বসূরীরা অনুসরণ করেছে
যেগুলোর শুধু বিভাজিত রূপ ছিল - বিশ্বাস আর অবিশ্বাসে
বিভাজিত রূপ ছিলনা মূল নীতিতে- জীবনের নৈতিকতায়
তবুও এ বিভাজিত শিক্ষা শুধু আমার জন্য
কারণ আমি বিভাজিত অনুসরণকারী মানুষ
উত্তম সৃষ্ট প্রাণী, সর্বময় বিবেকী
শ্রেষ্ট অনুধ্যানী চিন্তাশীল মানুষ
পৃথিবীর শ্রেষ্ট বাক্শক্তি সম্পন্ন প্রাণী
সেই বিশ্বস্থ জৈবিক আত্মার প্রেম থেকে


তবে আমি নিজেকে হারিয়েছি -
এ মহাবিভাজিত ধর্ম গ্রন্থগুলোতে
বিশ্বাস আর অবিশ্বাসের বলয়ে
পবিত্র বিভাজিত পঙ্তিতে
আর ভুলে গিয়েছি নিজের মহত্ত
ভুলে গিয়েছি যে শুধু একজন খোদা থেকেই এসেছি
ভুলে গিয়েছি সে প্রেমকে যার থেকে আমি জন্ম নিয়েছি
ভুলে গিয়েছি সে প্রেমকে যার কোন বিভাজিত রূপ নেই
সে প্রেম যার নেই ঘৃণা কিংবা হিংসাপরায়ণতার রূপ
যে প্রেমের আছে শুধু একতার সৌন্দৰ্য্য
যে প্রেমের আছে শুধু অতীন্দ্রীয়ের উল্লাসিত মিলন
যে প্রেম জানে শুধু গড়তে মিলনাত্মক শান্তিময় জীবন
তবুও জীবনের প্রয়োজনে
আমি শিখি যা আমায় শেখানো হয়
সব কিছুই শিখি শুধু শিখতে ভুলে যাই 'আমাকেই'
কেউ শিখিয়ে দেয়না সে মহা সত্যকে যে - 'আমিই মানুষ'


- মার্চ  ২৯, ২০১৮ চট্টগ্রাম