নদীর স্রোত আসবে, গড়িয়ে যাবে
বেলা আসবে, বয়ে যাবে
আজকের গ্রাম আগামী দিনের শহর হবে


পরিবর্তনের স্লোগান আসবে
বিবর্তনের আবর্তে পরিবর্তন হবে


ধনীরা আরো ধনী হবে আর গরিবেরা আরো গরিব
ধনীদের সামান্য ভুলে গরিবেরা সংগ্রাম করবে
আর ধনীদের বধ্যমঞ্চে মাতাল নৃত্যে ব্যস্ত থাকবে গরিবেরা
এ ব্যস্ততায় আবার ধনীরা পরাক্রম শক্তিতে এগিয়ে যাবে


আধ্যাত্মিকতা পরিবেশনে কেউ কেউ ধ্যান প্রদর্শন করবে
কেউবা রাতের আঁধারে মানুষের পোড়া মাংস আর তাজা রক্ত পান করবে
আবার সত্য ঈশ্বর সন্ধানের দোহাই দিয়ে কেউ ধর্মযুদ্ধে উত্সাহ দিবে,ধর্মযুদ্ধ করবে


আবার কেউ নতুন কোন কল্যাণময়ী আবিষ্কার দিয়ে
আমার মত অপুট লিখিয়েদের পৃথিবীকে ভালোবাসতে শেখাবে
- চল ভালোবাসি পৃথিবীকে
- চল ভালোবাসি পৃথিবীবাসীকে


-এপ্রিল ২৪, ২০১৯, চট্টগ্রাম