স্বপ্নের অন্তর্জালে আমি অবরুদ্ধ
নগরের সিংহাসনে থাকি কখনো
চেতনে, অবচেতনে, ঘুমে
কখনোবা নিজ স্বত্তার আবর্তনে


আমার মাঝে ঘূর্ণি আমি
দর্পণ মুখি মূর্তির রূপ দেখে
বলি সেই তো আমি সত্য
যদিও বাস্তবিক আমার উল্টো


জাগ্রত রূপ আমার বড়ই দর্পণ সত্য
যে রূপে এ আমি গাঢ় ঘুমের স্বপ্নে রত
যদিও খুঁজি এ আমার সত্য আমি
জ্ঞান-সাধনার চিত্তে অবিরত


গুরুর খুঁজে সময় জগতের বিবর্তনে
অজস্র অপার্থিব পবিত্র শব্দে
সূর্যকে উদয় করি আবার ডুবিয়ে দিই
চন্দ্রের পূর্ণ কলা দর্শনে


চিত্ত অজ্ঞতায় আলোর নেমন্তনে
নিজের গুরু নিজেকে বানাই
স্বসত্তায় গোপন ভ্রমণে
রহস্য ঘেরা বাস্তবিকতার মায়া ছিন্ন করে


পার্থিব লোভের মোহকারা ভেঙ্গে
আসি আমি আমার স্বরঙ্গে,
থাকি আমি আমার স্বরক্তে
যে রঙ মর্ত্যলোকের সবি গ্রহণ করে
যে রক্তে মর্ত্যলোকের সকলেই থাকে


-ফেব্রুয়ারী ১৪, ২০২০ চট্টগ্রাম