হে প্রেম এ জীবন
নীরব, নিঃশব্দ তরী
ক্ষয়ে যায় সবি
অক্ষয় স্মৃতি স্নেহে


বোধহীন বুলি উঠে
মোহাবিষ্ট প্রাঙ্গনে
কোলাহলের জানালায়
নির্জনের উনুন জ্বলে


ফিরে তোমাকে আসতেই হবে
হে প্রেম
এ হৃদয়কুঞ্জে
যেখানে তোমার পথ চেয়ে আলোরা জেগে আছে,
যেখানে ছয় ঋতুই গান করে তোমার স্মরণে,
যেখানে এ আমি ধৃত তোমার অমলিন মায়া বর্ণে,
যেখানে বিজন অন্ধকার, হয় আলোকিত তোমার অসীম আভাতে


হে প্রেম
এ হৃদয়কুঞ্জে
ফিরে তোমাকে আসতেই হবে
এ নির্জন জীবন সজনে সাজাতে



চট্টগ্রাম © মাহতাব বাঙ্গালী