হৃদ-জিহ্ববা যদি নিমপাতার শাক খেতে থাকে
মনোহরা মিষ্টান্নের স্বাদ বুঝবে কিসে;
হৃদ-নাসিকা যদি ঘ্রান নেয় মাকাল ফলের
বুঝবে কীভাবে গোলাপের সুগন্ধ ক্যামোন;
যাকে শুধু ঘৃণার বাণী শেখানো হয়েছে
সে জানেনা ভালোবাসা কাকে বলে;
অজ্ঞতার স্বর্গ রাজ্যে
জ্ঞান নরকের পুরোহিত;


প্রেমহীন জ্ঞান-জীবনদর্শন
ঘৃণা নামক অনুভূতির কুলভূষণ!

'জ্ঞান' সে মুক্ত আকাশের সূর্য প্রেম
যে জানে সে 'ঘৃণা' কাকে বলে ভুলে যায়।


১০.০৩.২০২১ চট্টগ্রাম © Mahtab Bangalee