নীল আকাশ
এখন কবিতার দখলে
ওখানে পাখিরা উড়ছে কবিদের মনের সাথে
কবিতার ক্যানবাসে করোনা ভাইরাস
উড়োজাহাজের স্থান নেই, অধিকার নেই আর নষ্ট করার
সে শূন্যতার বাতাসকে


নীল আকাশের বাতাসরা মুক্তি চায়
নষ্টামির হাত থেকে
বিষাক্ত করোনা ভাইরাসের হাত ধরে
ওরা দখল করতে চায় এ পুরো পৃথিবীটাকে


কবিতার জীবন সে ভাইরাসে আক্রান্ত হলে  
হবে মূক, বধির, অন্ধ
তারপর দলে দলে মরবে পাখিদের সাথে
অপরিচিত কোন এক জঙ্গলে


শব্দহীন কোন কবিতা আর জীবিত থাকবেনা
শব্দের মুখে মুখোশ নিয়ে মরতে হবে
জীবনের মুক্ত শূন্যতা মুখোশের দখলে
সাম্রাজ্যবাদী করোনা ভাইরাস উড়ছে যেখানে


১২.০৩.২০২০ চট্টগ্রাম