৩২ নম্বর, ধানমন্ডি বাড়িটি দেখেছিলাম রাস্তায় দাঁড়িয়ে
চারদিকে নীরবতা, বাতাসের নিস্কলঙ্ক স্পর্শের শব্দে শুনেছি আমি -
"তিনি বেঁচে আছেন এখনো"


দৃষ্টির অগোচরে থাকা মেঝের শুকনো
অমর রক্তগুলোর খুঁনসুটি আলাপন শুনি-
"তিনি বেঁচে আছেন এখনো"


যে রাইফেল আর বুলেট ঝাঁজরা করেছিল
সে সবের গোঙ্গানির শব্দে শুনি-
"তাঁকে মারতে পারিনি আমরা, তিনি বেঁচে আছেন এখনো"


ভোর রাতের অন্ধকার আর আলোর গোলটেবিল
যৌগিক অভিসারের নীরবতায় শুনি-
"তিনি বেঁচে আছেন এখনো"


টুঙ্গিপাড়ার মাটিগুলোর জীবন্ত বক্তব্য শুনি-
"তিনি বেঁচে আছেন এখনো"


সমাধির ফুল ও সৌরভ আর
প্রজাপতিদের একান্ত আলিঙ্গনে শুনি-
"তিনি বেঁচে আছেন এখনো"


আকাশবাণীর গম্ভীর ভাববিনিময়ে শুনি-
"তিনি বেঁচে আছেন এখনো"


চড়ুই, শালিক, ময়না, শ্যামা, টুনটুনি, দোয়েল,
কোয়েল, মাছরাঙাদের অম্লান উড়ন্ত ধ্বনিতে শুনি-
"তিনি বেঁচে আছেন এখনো"


মৌমাছিদের ভনভন সুরে শুনি-
"তিনি বেঁচে আছেন এখনো"


পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, বুড়িগঙ্গা,
কর্ণফুলীদের খোশ আলাপন শুনি-
"তিনি বেঁচে আছেন এখনো"


পার্বত্য অঞ্চলের পর্বতের রন্দ্রে রন্দ্রে বাস করা
কীটপতঙ্গের একান্ত প্রার্থনায় শুনি-
"তিনি বেঁচে আছেন এখনো"


সুন্দরবনের গাছগাছালি পাকপাকলিদের
স্বাধীন ঐকতানে শুনি-
"তিনি বেঁচে আছেন এখনো"


পতেঙ্গা, কুয়াকাটা, কক্সবাজার সৈকত
নুড়ি পাথরের নিঃসঙ্গ বিধৌত শব্দে শুনি-
"তিনি বেঁচে আছেন এখনো"


বঙ্গোপসাগরের উপচে পড়া ঢেউয়ের শব্দে শুনি-
"তিনি বেঁচে আছেন এখনো"


সেন্ট মার্টিনের রাজকাঁকড়াদের অমর কাব্য কথনে শুনি-
"তিনি বেঁচে আছেন এখনো"


হ্যাঁ, তিনি বেঁচে আছেন এখনো এই ব-দ্বীপের জীবন্ত মাটিতে,
জীবন্ত পানিতে, জীবন্ত আগুনে, জীবন্ত বাতাসে, জীবন্ত দিনে ও রাতে
বিজয়ী জাতির শ্বাস-প্রশ্বাস-বিশ্বাসে অমর মহামানব হয়ে।


১০অগাস্ট ২০১৮ চট্টগ্রাম