সেদিন বিকেলবেলা-
ঘুরব বলে বের হয়েছিলেম আমি একেলা,
সঙ্গী ছিল কিছু অলস ভাবনা,
ইচ্ছা ছিল দেখিব প্রকৃতির আলপনা,
হেঁটে হেঁটে আনমনে চলে গিয়েছিলেম বনপথের ধারে,
সেখানে দেখলেম এক বনকন্যা ইশারায় ডাকিল আমারে।


বনকন্যার অঙ্গজুড়ে চিরল বিরল পাতা,
পুষ্প তাহার গোলাপি আভায় আদৃতা,
মুগ্ধ আমি যেই না ছুঁয়ে দিলেম তারে,
দেখলেম সে যেন লজ্জায় মরে মরে।
তাহার লজ্জা দেখিয়া নাম দিয়েছিলেম ত্রপিতা,
যদিও সকলেই জানে নাম তার লজ্জাবতী লতা॥