জানালাটা আজ বন্ধ।

জানালাটা
এখন আর খোলা থাকে না।

জানালাটার  প্রথমে
শূধু ফ্রেম ছিল ।
তারপর গ্রিল লাগল ;
গ্রিলে রং ও হল।
এত রং এর ফাকে ফাকে
দুটি চোখ, চেয়ে থাকত
রাস্তার দিকে,
ফাকা মাঠের দিকে,
দূর আকাশের দিকে।
স্বপ্নের জাল বুনে
কেটে যেত কাল
রাস্তায় খালি পায়ে হেটে যাওয়া
ছেলেটাকে নিয়ে।

একদিন হঠাত -
জানালায় দুটো পাল্লা বসে
বন্ধ হয়ে গেল
চির কালের জন্য।

ঘরের একটি দেওয়াল ভেঙ্গে
তইরি হল নতুন এক দরজা,
সেখান দিয়ে মেয়েটা
হাজির হল
অন্য একটি ঘরে,
সুখের ঘরে, শান্তির ঘরে।
আকাশের নীলে
নোউকো ভাসিয়ে আসা
সেই খালি পায়ের
রাজকুমারের জন্য তাকে আর
কল্পনা করতে হয় না কষ্ট করে।

ছেলেটা আজও  হাটে
খালি পায়ে
জানালার দিকে চেয়ে।
জানালাটা এখন আর
খোলা থাকে না।
জানালাটা আজ বন্ধ!!