জানি কেউ
দেখবে না আমায় ঘুরে।
রইবে না বসে কোনোদিন
আমার অপেক্ষায়।

জানি কেউ
ভুল করেও
বলবে না কোনোদিন
" ভালোবাসি তোমায় "।

জানি কোনোদিন
আসবে না উড়ে
উড়ো কোনো চিঠি;
ভালোবাসার কথা তাতে
থাকবে লেখা, পরিপাটি।

জানি কোনোদিন
রং নাম্বার হয়ে ও
আসবে না কোনো ফোন
বলবে না কেউ
" আছো তুমি কেমন?"

তবুও কেন জানি
কার প্রতীক্ষায়
বসে থাকি, সময় অসময় !




* প্রেম - আক্ষরিক অর্থে