জলাশয় থেকে সমুদ্র
তার মাঝে স্রোতের একটা টান-
কোনো প্রয়োজন ছিল না।

বেশ তো ছিল শইবাল দল
পানাফুলের নাই বা থাকুক, সুগন্ধ;
নাই বা খেলুক, রাজহাসের দল!

তবুও তো ছিল  -
বক, পানকোউড়ির মাছ ধরা;
আকাশের এক ফোটা নীল ;
আর, মিছে আলেয়ার ঝলকানি।

তাই, কোনো প্রয়োজন ছিল না
ওই স্রোতের টান ।

নদীতে হয়ত সেবার
এসেছিল খুব বান !
করেছিল অপহরণ
তার বুকের ওপরের লজ্জা-
তবুও তো সেখানে
আছড়ে পড়ত না পাজর ভাঙ্গা ঢেউ;
ছিল না কান্নার নোনা জল।

তাই, কোনো প্রয়োজন ছিল না  
ওই স্রোতের টান।