আজ প্রত্যূষে গেল খসে
মনোহরা সেই যে তারা।

মনে মনে সং গোপনে,
সন্ধ্যা সকাল চিরকাল
স্বপ্ন হয়ে গেলেন রয়ে !



( বনলতা শুচিস্মিতা
  প্রিয়ংবদা সুচিত্রা -
    ---------দেবীর মহাপ্রয়াণে )
১৭/০১/২০১৪