পৌষের রোদ
———————————
  
ধার চেয়েছিলে পৌষের রোদ্দুর
অজান্তে এক রোদের সমুদ্দুর
ঘুম ভেঙ্গে যেন হঠাৎ উঠেছে জেগে
আমি ভেসে গেছি সমুদ্রে দস্তুর।


তুমি ভেবে রাখো বসন্ত সমাগম
আমি শীত নিয়ে বেঁচে থাকি হরদম
হয়তো এ শীত ফিরে যাবে যেই দিন
বসন্ত নয়, বর্ষার আগমন।


তুমি কি তখনো বসন্তে গুনগুন
যদি ভিজে যায় শ্রাবণেই ফাল্গুন,
আমার যদি না চৈতালী হাওয়া বয়
তোমার একার ভিন্ন কি মরসুম?


জানি না কি আছে অদূর ভবিষ্যত
হেঁটে যেতে যেতে ফুরিয়ে যাবে কি পথ!
তার চেয়ে ভালো শীতার্ত এই ভোর
খুঁজবে তোমাকে রাজপথ জনপদ।


তবু মন বলে পশমে শরীর ঢাকি
তারাদের চোখে চোখের তারাকে রাখি
কুয়াশা সরাই দুজনা বেপথু ডানা
চিকন পালকে পরিযায়ী দুই পাখি।


চলো তবে আজ আকাশের ডাক শুনি
কুয়াশার হিমে শীতল ডানা দুখানি
মেলে ধরি আজ পৌষের উৎসবে
আমি উষ্ণতা তুমি রোদ্দুর হবে।
___________________