সমিধ
বর্ণালী সেন ভট্টাচার্য


এবার আমায় হাঁটতে হবে নগ্ন পায়ে
ঝড়ের ঝাপটা সইতে হবে আদুল গায়ে ,
থামিয়ে রাখি কালি কলম আর কবিতা
উড়িয়ে দিলাম সব অনুভব বিষণ্ণতা।


এবার মাঝি ফেরাও তোমার  নৌকোটাকে
ঐ দ্যাখো , কেউ দাঁড়িয়ে আছে নদীর ঘাটে।
বন্ধ করো পাখি তোমার উড়াল ডানা
অনেক বাকি জীবন বোঝার জীবন জানার।


খুঁজতে হবে কোথায় থেমে গানের কলি
চলতে হবে শহর ছেড়ে গ্রাম্য গলি
বন্ধ হলে চোখের পাতা নেভে আলো
খুঁজবো এবার শিশুর চোখের স্বপ্নগুলো।


থাক না পড়ে পুঁথির পাতা ধ্বস্ত সকাল!
যত্ন করি ভালোবাসার অনন্তকাল
আর কিছু না , আর কিছু নেই , কেউ থাকে না
বুঝতে পারি অনেক বাকি জীবন চেনার।