ত্রিবেণী সঙ্গম ঘাটে খেয়াল ন্যাইয়া জীবন স্রোতে
রিপুদলে পাল তুলে চলেছে উজান পথে।
নীরবিন্দু দূর্বাদল উজর গোরা প্রেম তনু
ফুঁসিতেছে মাঝনদী কামে মাঝি নতজানু।
মায়াফাঁদ স্বপ্নদোষে পুরুষ প্রকৃতি নাশে
ভেড়িতে চিংড়ি চাষ অভেদ চুনোপুঁটি ইলিশে।
কামবানে প্রেম ফেনা সাগরজলে ভাসে
মুখে মধু অন্তরে গরল নিয়ে মাতে সহবাসে।
মদনের মোহনায় পূর্ণচন্দ্র অমাবস্যায়
মধ্যরাতে ফুটপাত বদল প্রজননের লালসায়।
জননী জ্বলে জঠর জ্বালায় প্রেয়সী মজে রক্ত লালায়
কন্যা-জায়া- মাতা হয়েও দেহ বেচে এ দুনিয়ায়।
চাওয়া-পাওয়া দেওয়ানেওয়া ভবের হাটে বেচাকেনা
ঘাটে নোঙর ফেলে চলে রিপুদমনের বিড়ম্বনা।
মানবজমিন পতিত রেখে গোষ্পদে বৃথা আস্ফালন
এঁটেল মাটি বৃষ্টিকাদায় হয় যেন ঠিক বৃন্দাবন।
দিনের আলোয় ঝলসে উঠেন জগজ্জননী
জীবনতরী বাইতে গিয়ে ন্যাইয়া গেল কামদুনি।