অনেক প্রান্ত ঘুরে বসে আছি নিজ ঘরে
আকুল পাথারে আমি ফিরবো কি ঘরে?
দ্বিধা দ্বন্দ্ব কোলাহলে অনেক করেছি হিল্লোল
তর্ক-বিতর্কে দেখি পৃথিবী ডিম্বাকার কি গোল!
জীবন সমুদ্রে ঝাঁপ হৃদি সিন্ধু ব্যাকুল আমার
'জুড়াইতে চাই' 'কোথায় জুড়াই' সব একাকার।
নানা কথা বহু ব্যথা জমে আছে নিজ পাশে
তমশাঘন নিশি শেষে রবি আজ পূব আকাশে।
স্বপ্নমাঝে তুমি আছো দিবানিশি এক প্রায়
ব্যক্ত করিতে চাই চোরাস্রোতে পথ হারায়।
জানি তুমি নিঃশ্চুপ নির্বাক একি পরিহাস?
কে তুমি, কিবা চাও কহ তব অভিলাষ -
স্বপ্ন নিয়ে স্বপ্ন দেখা এক কথা বার বার
ঘুরে ফিরে অভিনয় কর পরিহার।
হৃদি ডোরে বাঁধো মোরে ছাড়ো যবনিকা
সৌরভ হয়ে ফুটবে কবে তুমি মালবিকা!