দ্বন্দ্বযুদ্ধ অনিবার মিছরির ছুরি সংসার
জুড়াইতে চাই বাসনা জড়ায় একই কর্ম বারবার।
অমৃতত্ত্বে ডুবে আছি মৃত্যু মাগি অকারণ
কালস্রোত বইছে প্রাণে সাক্ষীস্বরূপ জীবন।
স্বার্থত্যাগেও স্বার্থ থাকে মাঝে মাঝে
কৃপাপাত্রে আবদ্ধতা বন্ধন সকাল সাঁঝে।
চেতন- জাগ্রত কিংবা অর্ধবাহ্য দশায়
লোকাচারে জড়িয়ে আছি উৎসর্গে উদারতা কোথায়?
সমস্যার সমাধানে সদা ব্যস্ত ছিল এই প্রাণ
গভীর শ্বাসে মূহ্যমান আজ ছেড়েছে পিছুটান।
অমাবস্যায় তিল খুঁজতে চেয়েছিল চিবুকে
মুখোশ খুলে দেখি প্রেয়সীর পা আমার বুকে।
গভীর খাদে শায়িত দেহ কুয়াশায় ঢাকা
আবরণ উন্মোচনে দেখি খাঁজে উলকি আঁকা।
মরীচিকা ধরতে গিয়ে সবই পন্ডশ্রম
হৃদয় শ্মশান করে খুঁজেছি আনন্দ আশ্রম।
নাম-যশের ফাঁকে তিলে তিলে চরিত্রহনন
এক এবং বহুর স্রোতে কচুরিপানার গমন।
জোঁকের মতো আটকে আছি রুক্ষশুষ্ক প্রাণে
ঘর্মাক্ত কলেবর নোঙর ফেলা ভেলা টেনে।
কালস্রোত ধীরে ধীরে মোহনার দিকে চলে
উৎস এক জেনেও রুধরি হোলি খেলে।
আভরণহীন দেহ সেজেছে শুধু তুলসীমালায়
স্বপ্ন আর বাস্তবের মাঝে মাটির বিছানায়।