নীলিমায় নীল তুমি রঙতে রঙিন
অঞ্জনহীন আঁখি তব মায়াতে বিলীন।
হাতের নাগালে আছো, আছো আড়ালে আবডালে
ভ্রমিতেছ বৃথা কেন সব লেখা ভালে।
দুঃখের আলিঙ্গনে টানিছো মোরে সুখ টানে
সর্বশক্তি অন্তরে সখা কায়-বাক্য-প্রাণমনে।
কিবা হেতু জন্ম তব কিবা পরিণাম
কাম-ক্রোধ-লোভ ত্যাগী তুমি আত্মারাম।
জননী জঠর হতে মাতৃক্রোড়ে জন্ম নিলে
আকণ্ঠ নীল জলে জন্ম-মৃত্য সখাত সলিলে।
প্রেমরূপ তনু ধরি আয় তবে সহচরি
ভবের খেলায় সাথী হয়ে খেলবো মোরা লুকোচুরি।
আশা নিয়ে যাওয়া আসা বুক ভরা ভালোবাসা
সুখ দুঃখে অবিচল বিধাতায় ভরসা।
মন দিলে মনোময় প্রাণ দিলে সখা
ষোলকলা পূর্ণ হবে হাতে হাত রাখা।
দেখা হবে ধরাতলে পূর্ণ হবো ফুলে ফলে
জনমে জনমে সাথী চলো যায় নীলাচলে।