পথ শুধু আঁকা বাঁকা পথ পানে চেয়ে থাকা
খাতে পড়ে রথচাকা কাঁচা পথ হয় পাকা।
সুরাসুর প্রতি টানে সুর বাঁধা ঐকতানে
চেয়ে দেখো স্বমুখ পানে খরস্রোত চলে প্রাণে।
নিষ্পলক অপেক্ষায় নিত্য নতুন খুঁজে বেড়ায়
ক্যানভাস মন আয়নায় কতকিছু ভেসে যায়।
দিবা নিদ্রায় বিভোর সখা ছেঁড়া কাঁথায় স্বপ্ন দেখা
অস্ফুট ভাগ্যরেখা নিজ ভাগ্য নিজের লেখা।
'যত মত তত পথ' লাগাম ছাড়া মনোরথ
অহরহ কত শপথ ভাঙো গড়ো নিজ পথ।
স্বজন বিনে পাগলপারা চক্ষে বহে সজলধারা
দুঃখে সুখে আত্মহারা ভাবের ঘোরে চুরি করা।
ছিদ্র পাত্রে তরল ঢেলে বেহিসাবি জীবন চলে
উৎসস্থলে পৌঁছে গেলে আত্মদীপ আপনি জ্বলে।
স্পর্শন করি পরশমণি কাঞ্চন হবে লৌহখনি
মন্থন বিনা ক্ষীর ননী মিলে কভু যাদুমণি?
খুচরো আনন্দে মন ভরে দেরি হলেও ঘরে ফেরে
আসা যাওয়ার পথের পরে সব প্রতীক্ষার শেষ ভোরে।