টিউব ছাড়া রথের চাকা
হাত ধরে রথকে দেখা।
দড়ি ধরে মারো টান
পৌঁছে যাবে পুরী ধাম।
রথদেখা কলা বেচা
ভিড় করে কচিকাঁচা।
জগন্নাথ ঠুঁটো তুমি
ভক্তের কাছে অন্তর্যামী।
নকুলদানা সেবার তরে
দূষণহীন গাড়িতে করে।
মাসির বাড়ি তুমি যাবে
সুভদ্র বলভদ্রকে সাথে নেবে।
আমি যাবো রথের মেলায়
করবো লীলা ভবের খেলায়।
উড়ছে তোমার জয়ধ্বজা
ছেলেরা খাবে পাঁপড় ভাজা।
জিলিপি আর তেলে ভাজা
বৃষ্টি ভিজে আমরা রাজা।
জিলিপিতে  প্যাঁচ অনেক
বহুরূপে তুমিই এক।
কতলোক ভিড় করেছে
পথের ধারে মেলা বসেছে।
পথ ভাবে আমি দেবতা
দোকানদার ডাকছে ক্রেতা।
ভক্তরা সব লুটোপুটি
পায়ের তলায় কাদামাটি।
খুঁজছে সবাই দেবতা কোথা?
রথমধ্যে নাকি হেথা হোথা!
রথ ভাবছে আমি দেব
আমিও তো বুদ্ধদেব।