টিফিন বাক্স খুলে আনন্দে মেতেছিল এক স্কুল পড়ুয়া
মায়ের এত ভালোবাসা স্কুলব্যাগে কৌটোবন্দি পান্তুয়া।
'চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির' বলেছি রোজ প্রার্থনায়
বাবা মায়ের এক সন্তান তবুও সৈনিক বাসনায়।
ঘুমের মধ্যে বাবা আমার খুব নাক ডাকেন
মায়ের কাছে অসহ্য হলেও আমার কানে লাগে সাইরেন।
ভারতীয় সেনা আমি কর্মরত সীমান্ত পাহারায়
মা আজ নিশ্চিন্তে ঘুমায় খিল দিয়ে দরজায়।
সূর্য একটাই তবু আলফা-বিটা-গামা বিচ্ছুরণ
মানুষ সবাই কিন্তু সন্ত্রাসবাদী নাম নেন কিছু জন।
সহকর্মীর কফিনবন্দি দেহ ফিরেছিল সিয়াচেন থেকে
সাক্ষী ছিলাম কিভাবে বুকে বুলেট ঢুকেছিল বেঁকে।
আক্ষেপ হয়েছিল জগতে আরো অনেক পেশায় আছে
কারো হাত টেবিলের তলায় কেউ নেতার কাছে-
নিরাপত্তা সবাই চায় জানিনা কিসের এত ভয়
হৃদয় কপাটিকা অবিরাম খোলে বোধহয় বন্ধ হতে দেখি না কেউ।
আসলে সমগ্র শরীরটাই বিরাট এক বর্ম
কেউ বা বোঝে কেউ ধরে নেয় সব হরমোনের ধর্ম।
মান-লজ্জা-ভয় এ তিন সংসারে সবারই রয়
সেনা-চাষা-নেতা নয় আমি ভারতবাসী এই আমার পরিচয়।