ডোবা ভাসা ফল্গুস্রোতে নিত্যলীলা কোলাহলে
জপমালা শোভে গলে গুহ্যমন্ত্র কর্ণমূলে।
জন্ম-মৃত্যু জরা রূপে অসীম ব্যক্ত সীমা ধরে
রঙে রঙিন অতলে তল খুঁজে ফেরে ভবঘুরে।
জাগে প্রাণ মোহে মজে আকারে সাকার ভজে
সখাত সলিলে বিসর্জন সত্ত্বঃ-রজঃ-তমঃ সাজে।
ওঠে নামে রঙ্গ করে নকশিকাঁথায় আকার ধরে
রিপু ক্রীড়া লীলাছলে অমৃতত্ত্ব ওষ্ঠ-উদরে।
নিঃশ্বাসে সবল স্নায়ু কুম্ভকে রুদ্ধ বায়ু
হৃদমাঝারে প্রাণপাখি আয়ু খোঁজে পরমায়ু।
আসা যাওয়ার পথের মাঝে অষ্টপ্রহর সকাল সাঁঝে
পূর্ণপাত্র শুন্য করে কাল কাটে বুঝে-অবুঝে।
হয়ে বাক্য মনাতীত আত্ম তত্ত্ব ত্যাগে বিরাগে
অহং নাশে স্বয়ং সাজে যোগে জাগে সম্ভোগে।
উদিলে অস্ত নাই রবি শশী এক ঠাঁই
জীবন সমুদ্রে জোয়ার ভাটায় যন্ত্র যন্ত্রী অভিন্নতায়।
দর্শনে-স্পর্শনে-স্বপ্নে- জাগরণে-গোপনে সঙ্গোপনে
ভাব তরঙ্গে জনমে মরণে কাঁচা আমি পাকার সন্ধানে।