সকাল বেলায় নতুন কত ইচ্ছে করে
সন্ধ্যে হতেই একতারা নিশ্বাস
রাতের তারার মিটমিটানি
আলোয় নয়ত
আমার সূর্য শিয়রে বাস।
যত ঘনঘটা ঘেরে নেমে যেতে যেতে
উঠে বারবার ততবার দাঁড়াবোই
আমার রক্তে হারানোর সন্ত্রাস
হারিয়ে পাওয়ার লোক তো আমরা নৈ।
আমরা এসেছি কত পথ কত কাল
পেরিয়ে ডিঙিয়ে কত মোহজাল গলি
আমরা অনেক ভেবেছি জেনেছি একা
আমরা হয়েছি মৃত্যুর কাছে বলি।
শেষ হওয়া তবু ভাগ্যেতে লেখা নেই
উঠে আসাটাই শোয়ায় বারংবার।
আমি তাই আজও বসে থাকি,
মনে ভয়,
জয়ের আগের অতি সহজ এক দ্বার।।
------------------------------------
হাওড়া
২৩.০৩.২০২১(ই.)