যেদিন আমি জন্মেছিলাম সেদিনই লেখা হয়ে গেছিল
চুল ঝড়বে
দাঁত পড়বে
একদিন হঠাৎ নিরন্তর সঙ্গী নিঃশ্বাসও
নেবে বিদায়।
যেদিন তুমি জন্মেছিলে সেদিনও লেখা হয়েছিল একই জিনিস
যেদিন তারা জন্মেছিল- একই
আর যেদিন অন্য কেউ জন্মাবে
যত দিন জন্মাবে
পাল্টাবে না এই একঘেঁয়ে স্টেটমেন্ট।
কালের অনন্ত কালিক্লৃপ্ত কলমের এই একই অভ্যাস।


১৭।১০।২০২২
মুম্বই