এমনি করেই এমন জীবন
বইছে ভীষণ
মাঝখানে তার স্তব্ধ হওয়ার
খুব প্রয়োজন।
আলগা দামি তারের ভিড়ে
ইন্দ্রিয়রা
ভাবছে ভীষণ দিচ্ছে না কেউ
মন পাহাড়া
হারিয়ে গিয়ে উঠছে ডুবছে
মনের চাদর।
কক্ষনো কি চেয়েছি বসে
প্রানের আদর!
এ প্রশ্নটাই ঘুরতে ঘুরতে
ধাক্কা খেলে
বুদ্ধি দারুন বারণ ছাড়া
পাপড়ি মেলে
অনেক উঁচুর স্বপ্ন গুলোও
অনর্থকই
আমরা শুধু পাখনা গুলোই
যত্নে রাখি
এইভাবেতেই দিন চলে যায়
রাতের পরে
স্বপ্ন বাঁচে বাঁচার স্বপ্নে
আবেগ পুরে।


-------------------------------------
২৩.০৫.২০২০(ই)
হাওড়া