দরিয়ায় ভাসে খেলার খসড়া
খেলে যাই সারা দিন
প্রকৃতির কৃতি, সভ্যতা-রীতি
দেয় লাঞ্ছনা ঋণ।
অন্তহীনের পরে পড়ে থাকে
আশা ভরা নব নীড়।
যেখানে বালুর স্রোতে ভেসে যেতে
ডুবে যেতে জমে ভিড়।
বোঝার ভারেতে বোঝার অভাবই
বেড়ে চলে পথ সারা
সমুদ্র মনি, অন্তর খনি
কিংবা ভরাট তারা,
দেখা যা হয়নি, চেয়েছি যা কিছু
পাওয়ার বা যা বাকি আছে
তোমার বিশ্বে তোমার নাটকে
তোমার অবুঝ ধাঁচে
সবই হোক আজ পূর্ণের সাথী
চূর্ণ হয়ে এ আমি
নব আহ্বানে বুকেতে ঝরুক
কল্যাণের সু-নামি।।


-------------------------------
১লা বৈশাখ,
নববর্ষ ১৪২৭
১৪ইএপ্রিল, ২০২০
হাওড়া