​দর্পনে ধরে রেখে চন্দ্রের সুধা
যদি ভাবি না পাওয়ার মেটাব যে ক্ষুধা ।


চন্দন-তিলক সম হয়ে তা ফলিত
গলিত মোমের মত নভ হতে চ্যুত
হয়ে আসে যদি চোখে
পরিনামে তায়
চোখের সে সুখ দেখে ত্বক কেঁদে যায়
এইভাবে যদি চাই সব সুখ-চাবি
অনন্তের দ্বার পানে রেখে কিছু দাবি
আহ্বানে শেষ হবে কন্ঠের স্বর
আসিবে আক্ষেপ নেমে নখের উপর ।


কিরণের সেইটুকু দর্শন থকে
অক্ষিতে চন্দ্রের সুক্ষতা
মেখে
যদি চোখ খোলে তার অবাধ আশায়
পাপের ধূলি গলিয়া বাষ্পে লুটায়


আমার সকল আশা মিটাও
তোমার আশিষ দানে
সকল চিত্ত মঞ্জুরি থাক
তোমার গানে ।


আমার তুলি চাপের মাসুল একটু ঘেঁষে
আজকে যেন শেখায় আমার মধ্যে কে' সে।।


১৯।১১।২০১৬
বেলুড় মঠ