'হে সৃষ্টির দল , ছুটে আয় তোরা'-
সৃষ্টিলগ্নে বলেনি তো বিধা একথা।
বৃষ্টি হয়ে ঝরল সৃষ্টি
কৃষ্টির সে চিন্তা হতে।


সহস্র "বোকা-প্রশ্নে"র উপর
আঙুল তুলেছে যারা,
তাদের অজানা সময়ের দূরত্বে,গুরুত্বে দ্রবীভূত
সে সময় ছিল অমোঘের কলসে আবদ্ধ।


নিবিরত্বে অমহীয়ান প্রবীরতার কিরণে
হঠাৎই
সাঙ্গ হল কালোর কালো বিন্দু ক্ষেত্র
নেত্র উদ্ঘাটিত হল মহারাণীর,
মরকত মণিতে ভরল কিছু একটা
নাম হল ব্রহ্মাণ্ড।
তুমি ,আমি, আর এ বিস্তার
এই নিয়েই শুধু।।


----------------
বেলুড় মঠ
২০১৭(ই)