যে ঘরেতে আজ দীপও জ্বলেনি
সন্ধ্যাশাঁখের পরে,
আমার ঘরের বিজলীর আলো
ভরে যাক তার ঘরে।
যে গ্রামের ছেলে শুধু মাঠে খাটে
অভাব কেড়েছে বই,
সে ও কি আমার ছেলেই হয় না!
আমি কি আপন নই।
যে প্রাণেতে আজ ধর্মের বিষ
অশান্তি-মহামারী,
সে প্রাণে ফুটুক ধর্মের ফুল
মূল্যবোধের সারি।
যেথায় যে জন দুঃখ পেয়েছে
অশ্রু এনেছে ধারা,
সুখের স্পর্শে উবে যাক তার
ক্রন্দন সীমাহারা।
এসো হে বন্ধু,
সত্য-প্রেমের পথে রবে আর কে বা!
এখনো কি আরও বোঝবার বাকি-
মানব সেবাই মাধব সেবা।।



---------------------------------------------
হনুমান জয়ন্তীর পুণ্য তিথিতে
০৬.০৪.২০২৩ (ই)