অতৃপ্ত আত্মা
**************
ঘড়ির কাঁটা এগোয় ঠিকঠাক
তবু কিছু সময় থেমে থাকে হৃদয়ের ক্যানভাসে।
কে বলে সব মরে যায়?
কিছু আত্মা বেঁচে থাকে
ঘুরে-ফিরে আলো আর অন্ধকারের সন্ধিক্ষণে।
তারা হেঁটে বেড়ায় নিউরনের প্রান্তে
খেলে কোয়ান্টামের ধোঁয়াটে নিয়মে।
তাদের কান্নার আরতি শোনা যায়না
শুধু নিঃশব্দে থরথর করে কাঁপে রাতে।
জীবনের অসমাপ্ত অধ্যায় খুলে বসে
তাদের চোখে প্রশ্নের মতো নিঃশেষ চাহনি।
কে ছিল তারা? কার জন্য অপূর্ণতা?
কার বুকে জমা তাদের শেষ না বলা কথা?
এই আত্মা কেবল ধর্মের নয়
এ এক তত্ত্বাতীতের সীমানায় দাঁড়ানো সত্তা।
না সে পুরোপুরি বিজ্ঞান, না শুধুই বিশ্বাস।
সে এক জ্যোতির্ময় তথ্যকণা
যা সময়কে ভেদ করে, ফিরে আসে বারবার।
তাকে ডাকে কেউ ‘ভবিষ্যৎ সম্ভাবনা’
আবার কেউ বলে ‘পূর্বজন্মের দহন’।
তবু সে থাকে গভীরে কাল অন্ধকারে
চেতনার ছায়া হয়ে, মস্তিষ্কের এক কোণে।
নিঃশ্বাসে যখন জেগে ওঠে অজানা ভয়
অকারণ মন কেমন করে উঠে
জেনে নিও সেখানে কেউ আছে।
এক অতৃপ্ত কালো আত্মা
নিজের অপূর্ণ ইতিহাস নিয়ে অপেক্ষায়।
।।।।।।।।।।।