চাঁদের আলোয় ভূতের বিয়ে
*************************

চাঁদের আলো ঝরে পড়ে ধীরে
আমি হাঁটি একা গভীর রাতে
নির্জন মাঠ পাড়ি দিয়ে দাড়াই নদীর তীরে।
হঠাৎই দেখি শাড়ি পরা এক মেয়ে
চুল উড়ছে হাওয়ায়,
আগুন ঝড়ছে সমস্ত গা বেয়ে।

হঠাৎ বলে- “আমি শিউলি
ভূতের বংশধর,
তুমি যদি চাও
তবে প্রেম দিব, বানাবো তোমায় বর।”

আমি তো হলাম থ!
ভূত মানে তো হাড় জিরজিরে
এ তো দেখি কাজল পরা
সেলফি মোডে বিয়ের সরোবরে।

সে বলল-; "ভয় পাস না
আমি ভীষণ রোম্যান্টিক
ভ্যালেন্টাইনে ফুল দিতে পারি
কবরস্থানে আসিস নিয়ে কিছু এ্যান্টিক।

বিয়ে হল চুপিচুপি
ভোর রাতে কুয়াশার মাঝে
শশুর মশাই আসলো ধীরে
শাশুড়ীর কুলে পিশাচের সাজে।

খাবার  ছিল হাওয়াই কদম
সাথে মোমবাতির মিষ্টি
হানিমুন হলো শেওড়া গাছে
ভূতের কি অপ্রাকৃত সৃষ্টি।

এখন আমরা সুখে আছি
পাতার ঘরে গোরস্থানের পাশে
প্রতি রাতে বাদাম টানা খাই
আমি না… বউ নিয়ে আসে।

বন্ধুরা জিজ্ঞেস করে
তোর বউ কোথায় লুকিয়ে
আমি শুধু চুপ থাকি
আয়নায় দেখি আছে দাঁড়িয়ে।
।।।।।।।।