মুখোশের নিচে মুখ
********************

আয়নার সামনে দাঁড়ানো এক মুখ
নিখুঁত সাজে অপ্রকৃত হাসিতে
নিজেকে নিজের অবাক প্রশ্ন
এই কি সত্যি আমি?
অজানা এক লজ্জার ছোঁয়া মুখে
যা ভাবনার ঊর্ধ্বে, অনুভবের অতলে।

লাল লিপস্টিক, গালে রঙিন পলিশ
চোখে আঁকা কৃত্রিম রেখা
বাস্তব মায়াবী চোখের জটিল রূপ।
ভ্রু বাঁধা যেন সজারুর কাটার মতো
নাক ও ঠোঁটে আঁকা নিখুঁত নকশা
চোখে লেন্স, মুখে স্তরে স্তরে আবরণ
ঢেকে রাখে আসল পরিচয়
নিজস্বতা হারিয়ে যায স্তরের গভীরে।

সাজগুজে নিখুঁত দীপ্তি
সুন্দরী মনে হয়, প্রশংসিত হয়
মুছে দেয় চোখের নিচের কনসিলার
লুকিয়ে রাখে নিদ্রাহীন রাতের কাহিনী
ব্রাশের লালীমা মুছে দেয় বয়সের ছাপ
মুখে তারুণ্যতার রঙ, ছবিতে কড়া যৌবন
ভিতরে পড়ে থাকে সেই প্রকৃত শূন্যতা।

রূপ চর্চায় নেই কোন অপরাধ
তবু যদি রূপে হারায় নিজস্বতা
তবে কি থাকে কিছু নিজের স্বত্ত্ব?
মুখোশ নয়, সাজুক সত্যিকার সৌন্দর্য
যাকে দেখা যায় নিজের মতো।
রঙের আড়ালে নয়
নিজের আলোয় জ্বলুক প্রকৃত মুখ।

সাজগোজ স্বাভাবিক অধিকার
এটা কখনো কোন অপরাধ নয়
তবু রঙের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলা
সৃষ্টির অমুল্য অবয়বের অবমাননা
যা এক ধাপ এগিয়ে দেয়
নিজের সাথে নিজের প্রতারণা, সাথে অন্যকেও।
।।।।।।।।।।