নীরব রঙ
।।।।।।।।।।
হাসে আবার হাসে না
চোখের কোণে এক চঞ্চল ঢেউ
অথচ ঠোঁট নিরব
আলো-ছায়ার খেলায়
সে হারিয়ে যায় নিজের ভেতরে
ধরে আবার ধরে না
হাত বাড়ালেই মেঘের মতো গলে যায়
অথচ তার গায়ের গন্ধব থেকে যায়
আমার অলক্ষ্য নিঃশ্বাসের ভেতরে।
লজ্জায় সে মুখ ফেরায়
তবু চোখের কোণে দগ্ধ আগুন
না বলা ভালোবাসার গোপন আলপনা
সে চায় না ছুঁতে তবু স্পর্শে ঢেকে ফেলে আমায়
এক অদৃশ্য অভিসার
যেন নিশিরাতের স্পন্দন
তার নীরব মনে বাজে।
মনে তার আকাঙ্ক্ষা অতল, উষ্ণ, জ্বলন্ত
আর বাহিরে লাজে লাল
একটুও না বলা, তবু সব কিছু বলা হয়ে যায়
সে ভালোবাসে, তবু বলে না
আমি শুনতে পাই তার নিঃশ্বাসের ভেতর
কত না বলা প্রেম জমা পড়ে আছে গভীরে।
হয়তো তার বলা হবে কোন একদিন
হয়তো চিরদিন বলা হবে না
তবুও আমি বলে যাবো তাকে নিয়ে
এই প্রেম,এই অপেক্ষা,
এক রোমাঞ্চে জড়ানো নীরব দহনে
।।।।।।।।।