সমাজে বিভেদ আর লংকা কান্ড লেগেই রয়েছে
হরহামেশা, সমাজে বাক-চতুর লোকের সংখ্যা
দিন দিন বেড়েই চলছে!


কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে (সরকারী
দল নাকি বিরোধী দল) বুঝা বড় মুশকিল। কোন
দলই তাদের স্বার্থের বাহিরে বলছে না।


জনগন গোলক ধাঁ ধায় পড়ে ঘুরপাক খাচ্ছে,
শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। জনগনের সমস্যার
কথা কেউ বলে না, সকলে মিউজিক্যাল চেয়ারে
বসার আপ্রাণ চেষ্টা!


ছোট বেলায় দেখেছি রাজনৈতিক দলের নেতা
কর্মীরা আদর্শের জন্য জীবন দিত! প্রযুক্তির যুগে
স্বার্থ, লোভ, ক্ষমতা, হিংসা যেন অবিচ্ছেদ্য অংশ।


ছাত্র, শ্রমিক, কৃষক, পেশাজীবি, জনতার রাজনীতি
এখন আর সম্পৃক্ত নয়, শুধু তাদের সমর্থন নিয়ে
নিজের আখের গোছায়।


বিশ্বাস করি নতুন প্রজন্ম সব কিছু উল্টে দিবে সময়ের
অপেক্ষা, জনগনের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে,
তখন অবশ্যই ঘুরে দাঁড়াবে, ফিরে আসবে আদর্শ।