আমি ধরিত্রীর আদালতের এজলাসে দাঁড়িয়ে
বিজ্ঞ বিচারক উপস্থিত,..............!
স্বাক্ষী সবুদ সবাই হাজির কিন্ত আশ্চার্য !
সত্য বলার কেউ নেই !

ঘুর্ণী চাকায় ঘুরছে জীবন নিজের মত করে
গরীব মেরে ধণীর সংখ্যা বাড়ছে ধীরে ধীরে
ছোট শিশু পথের ধারে বাড়িয়ে দুটি হাত
দশটি টাকা পেলে তবেই খেতে পারবে ভাত !


সময়ের সাথে জীবন বাঁধা মানবিকতা গেছে দুরে
দেখেও ওদের না দেখার ভান চলবে কেমন করে
ভালবাসা আর আদর যত্ম এখন কথার কথা,
টাকা পয়সা ছাড়া যেন পাওয়া যায় না ভালবাসা।


নিজ গৃহে জ্বলছে আগুন হিসাব নিকাশ নিয়ে
বাজেট বিহীন খরচ যেমন বিপদ ডেকে আনে
এক দিন দুই দিন করে অভ্যাসে গেছে দাঁড়িয়ে।


জিনিষ পত্রের মুল্য যেন আকাশ ছুঁয়ে গেছে
গরীব মানুষ বাজারের থলে খালি ফিরিয়ে আনছে
আধা পেটা খেয়ে যাদের জীবন যাচ্ছে চলে
আগামীতে কি দিন আসছে ভাবছে জনে জনে !